পিকাবু-হাইসেন্স এক্সপেরিয়েন্স ভ্যান ক্যাম্পেইন

ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, বাংলাদেশে হাইসেন্স-এর পার্টনার, জনপ্রিয় -কমার্স প্ল্যাটফর্ম পিকাবু ডটকম-এর সঙ্গে যৌথভাবে শুরু করেছে পিকাবু-হাইসেন্স এক্সপেরিয়েন্স ভ্যান ক্যাম্পেইন। এই দেশব্যাপী রোডশো মাধ্যমে হাইসেন্স-এর পণ্যসমূহ সরাসরি দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেযেখানে রয়েছে লাইভ ডেমো পিকাবুর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক কেনাকাটার সুবিধা এবং একই দিনে হোম ডেলিভারি।

ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জেসান ওয়াং, জেনারেল ম্যানেজার, সাউথ এশিয়া অফিস, হাইসেন্স ইন্টারন্যাশনাল; জনাব মোরিন তালুকদার, সহ-প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা, পিকাবু; এবং জনাব জে. এম. তাসলিম কবীর, প্রধান বিপণন কর্মকর্তা, ফেয়ার গ্রুপ।

বিশ্বের ১৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী হাইসেন্স বর্তমানে ১০০ ইঞ্চির বেশি টিভি ক্যাটাগরিতে গ্লোবালি নম্বরে রয়েছে এবং ২০২৫ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর। জনাব জেসন ওয়াং বলেন, “এটি আমাদের লাইফস্টাইল ইনোভেশন প্রদর্শনের অসাধারণ একটি উপায়। আমরা বিশ্বাস করি, হাইসেন্স বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই এক্সপেরিয়েন্স ভ্যানটি দেশের ৬০টিরও বেশি ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজা আউটলেটে যাবে, যেখানে প্রদর্শিত হবে হাইসেন্স-এর এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, টেলিভিশন, রেফ্রিজারেটর এবং মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন পণ্য। জনাব জে,এম তসলিম কবীর বলেন, “এই ক্যাম্পেইনটি টেকনোলজি সহজলভ্য করার পথে একটি বড় অগ্রগতি। পিকাবুকে এই দারুণ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানে জনাব মুসফিকুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (পণ্য), ফেয়ার ইলেকট্রনিক্স, গুলশান- এর বিটিআই ল্যান্ডমার্কে স্মার্ট প্লাজায় হাইসেন্স পণ্যের সরাসরি ডেমোনস্ট্রেশন উপস্থাপন করেন।