১৫ জানুয়ারী, ২০২৫ – ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজা, বিটিআই ল্যান্ড মার্ক, গুলশান-১, ঢাকা।
ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশে উদ্বোধন করল হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ। আজ ঢাকার গুলশান-১ এর বিটিআই ল্যান্ড মার্কে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজায় এই আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বাংলাদেশী ভোক্তাদের কাছে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের বিনোদনের অভিজ্ঞতা নিয়ে আসার জন্য এই ইভেন্টটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত।
ফেয়ার গ্রুপের ডিরেক্টর মিঃ মুতাসিম দাইয়ান এই উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশের বাজারে কঞ্জুমার ইলেকট্রনিক্সের সর্বাধুনিক প্রযুক্তির এই সংযোজন নিয়ে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তার বক্তৃতায়, মিঃ দাইয়ান বাংলাদেশী গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং পছন্দগুলি পূরণ করে এমন প্রিমিয়াম মানের পণ্য সরবরাহ করার জন্য হাইসেন্সের প্রতিশ্রুতির উপর জোর দেন।
“১০০ ইঞ্চি+ টিভি ক্যাটাগরিতে ১ নম্বর অবস্থানটি নিশ্চিত করার মাধ্যমে হাইসেন্স বিশ্বব্যাপী প্রিমিয়াম টিভি বাজারে তার অবস্থানকে আরও সুসংহত করেছে। আর আমরা বাংলাদেশে
January 15, 2025 – Fair Electronics Smart Plaza, BTI Land Mark, Gulshan-1, Dhaka.
Fair Electronics, a concern of Fair Group has officially launched the much-awaited Hisense QLED TV Series in Bangladesh. The official unveiling took place today at the Fair Electronics Smart Plaza, located in the BTI Land Mark, Gulshan-1, Dhaka. The event marked a significant milestone to bring Hisense’s cutting-edge technology and world-class entertainment experiences to Bangladeshi consumers.
The Hisense QLED TV Series inauguration announced by Mr. Mutassim Daiaan, Director of Fair Group, who expressed his enthusiasm about the latest addition to the company’s impressive range of consumer electronics. In his speech, Mr. Daiaan emphasized Hisense’s commitment to providing premium quality products that cater to the evolving needs and preferences of Bangladeshi customers.
“Hisense solidifies its position as the No. 1 in the global premium TV market with its 100-inch TV and we are incredibly excited to introduce